Header Ads

ভবের মায়া - এস রুহুল - গীতিকার: সাইফুল ইসলাম বারী


গানঃ............... ভবের মায়া
কন্ঠশিল্পীঃ..........  এস রুহুল
গীতিকারঃ...........সাইফুল ইসলাম বারী 
সুরকারঃ ...........জেএ ভূঁইয়া জাহিদ
সঙ্গীতঃ.............এস রুহুল

গানের কথাঃ
......................

আমার মত হয়না যেন, অন্য কারও জীবন, ওরে অন্য কারও জীবন।
ভবের মায়ায় মিছে আশায়, কেউ দেইখোনা স্বপন।
ভবের মায়ায় মিছে আশায়, কেউ দেইখোনা স্বপন।।
.................................................................................................................

সময় হাতে নাই গো বেশী, যে যাই বলুক প্রতিবেশী।
সময় হাতে নাই গো বেশী, যে যাই বলুক প্রতিবেশী।
যদি হও গো জনম দুষি,যদি হও গো জনম দুষি,আমাকে রাখো স্বরণ।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।।
.................................................................................................................

বুঝেনা কেউ অসময়ে জল ঝড়িলে আখিদ্বয়ে।
খোজেনা কেউ অসময়ে জল ঝড়িলে আখিদ্বয়ে।
দূরে যায় কলংক দিয়ে,দূরে যায় কলংক দিয়ে,সু সময় হয় উদয়ন।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।।
.................................................................................................................

সাইফুল বারী ভেবে বলে,দয়াল গুরুর চরণ তলে।
সাইফুল বারী ভেবে বলে,দয়াল গুরুর চরণ তলে।
আপনত্ব বিলীন করলে,আপনত্ব বিলীন করলে, তার হয় না.... মরণ।।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।।
.................................................................................................................

আমার মত হয়না যেন অন্য কারও জীবন,ওরে অনয় কারও জীবন।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।
ভবের মায়ায় মিছে আশায় কেউ দেখোনা স্বপন।।

No comments

Powered by Blogger.