গণক ও জ্যোতিষীদের নিকট যাওয়া হারাম। MahmudTechBD
আল্লাহ তা'লা বলেন, 'হে নবী! আপনার উম্মতদের বলে দেন! আসমানে ও যমীনে একমাত্র আল্লাহর ছাড়া আর কেউ গায়েবের জ্ঞান রাখে না! '(২৭:৬৫)
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক জন স্ত্রীদের থেকে বর্ণিত , রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,' যে ব্যক্তি কোন দিন কোটেশন কোন কিছু জিজ্ঞেস করবে, চল্লিশ রাত পর্যন্ত তার নামায কবুল হবেনা।' ( মুসলিম)
আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' যে ব্যক্তি গণকের নিকট এসে তার কথার সত্যায়ন করলো, হায়েয অবস্থায় নারীর সাথে সঙ্গম করলো সে তা থেকে দায়িত্ব মুক্ত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। ' (আবু দাউদ)
![]() |
গণক বা জ্যোতিষী |
আয়েশা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, ওরা কিছুই নয়। তারা বললো, কোন কোন সময় তারা কোন জিনিস সম্পর্কে কোনো খবর দিলে তা সত্য হয়। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন এক সত্য বাক্য যা জিন গোপনের সনে তার সহচরদের কানে দিয়ে দেয়, যারা তার সাথে একশত মিথ্যা মিশ্রণ করে পেশ করে। ' (বুখারী-মুসলিম )
- উক্ত আয়াত ও হাদীসসমূহ নির্দেশনাবলী:
- জ্যোতিষী গণনা করা হারাম; যারা অদৃশ্য ও অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে, সেই জ্ঞানের দায়ী করে।
- গণকদের কোন কোন কথা সত্য হয়। তবে তার সাথে শতাধিক মিথ্যা মিশ্রিত থাকে।
- হস্তরেখা দেখে কোন কিছু নির্ণয় করাও গণকশাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে অন্তর্ভুক্ত।
No comments